× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ২১:৩৯ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২১:৫৭ পিএম

পদ্মায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর আভিযানিক দল।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের আবু বক্কর মুন্সীর ছেলে মো. জীবন মুন্সী, মো. আজাদ শেখের ছেলে মো. নাজির উদ্দিন শেখ, পাবনার আমিনপুর উপজেলার ধারাই গ্রামের মো. রহমত সরদারের ছেলে মো. রশিদ সরদার ও একই উপজেলার ঢালারচর গ্রামের মো. আনছার মোল্লার ছেলে মো. খায়রুল মোল্লা।


গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান, মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর করতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌপুলিশ, মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর মাধ্যমে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোয়ালন্দ অন্তার মোড় এলাকা থেকে রাখালগাছিগামী একটি ইঞ্জিনচালিত ট্রলার মাঝনদীতে থামিয়ে মা ইলিশ উদ্ধারের জন্য তল্লাশি করা হয়। তবে ওই ট্রলারে কোনো মা ইলিশ না থাকলেও একটি ব্যাগে সন্ধান মেলে একটি রাইফেল ও একটি পিস্তলের। পরে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে ওই ট্রলার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. ছগির মিয়া বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে গ্রেপ্তারকৃতদের গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করেছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা