জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ২১:২৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২১:৫৬ পিএম
জামালপুরের কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট ও নগদ ৩ লাখ ২৯ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালাবহ স্লুইস গেট মোড় এলাকার মৃত শফিকুলের ছেলে মো. রাজু ও কাঁচাসড়া গ্রামের আকন্দবাড়ি এলাকার মৃত আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাকিব আহমেদ জানান, অভিযানে ৬০০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।