× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচজন গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ২০:৩১ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২১:৩৪ পিএম

অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচজন গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন ব্যক্তিসহ দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সন্তোষপুর সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার বাহাদুর গ্রামের মো. আ. সবুর মিয়া, খুলনা জেলার সোনাডাঙ্গা সদরের মো. মাছুম মিয়া, বাগেরহাটের মোরেলগঞ্জ থানার চরহোগলি বানিয়াপাড়ার মো. সুমন মিয়া, মাধবপুর উপজেলার মালাঞ্চপুর গ্রামের মো. ইমন মিয়া এবং মোরেলগঞ্জ থানার বড় বাদুরা গ্রামের সোহরাব হোসেন।

২৫ বিজিবির ধর্মঘর বিওপির কোম্পানি কমান্ডার মো. রউফ জানান, দেড় বছর আগে সবুর মিয়া, মাছুম মিয়া ও সুমন মিয়া যশোর বেনাপোল সীমান্ত দিয়ে রাজমিস্ত্রি কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। মানব পাচারকারী ইমন মিয়া ও সোহরাব হোসেনের সঙ্গে টাকার চুক্তিতে ভারত থেকে ধর্মঘর সীমান্ত দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের সময় বিজিবির টহল দল তাদের গ্রেপ্তার করে।

সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘সীমান্তে যেকোনো অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে টহল আরও জোরদার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা