মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৯:৪২ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২০:১২ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যবসায়ীকে আটকে মারপিট ও সাদা কাগজে স্বাক্ষর রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিচারের দাবিতে শনিবার দুপুরে নিশানবাড়িয়ার গ্রামবাসীরা বিক্ষোভ করেছে। মারপিটের শিকার ব্যবসায়ী মহিদুল তালুকদার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত লোকমান বয়াতি একই ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা।
স্থানীয় মোকছেদ তালুকদার, দেলোয়ার শেখ, রিয়াজুল তালুকদার, রফিকুল ইসলাম প্রমুখ বিক্ষোভে বক্তব্য দেন। তারা বলেন, আমরা আটকে রেখে মারপিট ও নির্যাতনের ঘটনার বিচার চই।
এ ঘটনায় লোকমান বয়াতি ও ফারুক আকনের বিরুদ্ধে সেনাক্যাম্পসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মহিদুল তালুকদার। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে প্রতিবেশী ফারুক আকনের ইন্ধনে তার ভাগনে সন্ন্যাসী গ্রামের লোকমান বয়াতিকে দিয়ে ব্যবসায়ী মহিদুল তালুকদারকে বাজার থেকে ধরে নিয়ে একটি কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রাখে। তাকে সেখানে মারপিট ও গোপনাঙ্গে আঘাত করে। পরে তার স্বীকারোক্তি নিয়ে ভিডিওধারণ করে সাদা কাগজে স্বাক্ষর রাখে। পরে তার স্ত্রীর মাধ্যমে ৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।
অভিযোগ অস্বীকার করে লোকমান বয়াতি বলেন, ‘মহিদুল তালুকদার ফারুক আকনের গাছ কেটে নিয়েছে। তিনি নিজেই ভুল স্বীকার করে স্থানীয়দের কাছে ৫ হাজার টাকা জমা দিয়েছেন।’
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নাজমুল্লাহ বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।