× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২১:১৪ পিএম

বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে

কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজামান সরকার ও সদস্যসচিব এএফএম তারেক মুন্সি স্বাক্ষরিত উপজেলা বিএনপির ৫১ ও পৌর বিএনপির ৪১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর এবং যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বাদ পড়েছেন। এ ছাড়া পৌর বিএনপির সদস্যসচিব মো. শাহ আলম কমিটি থেকে বাদ পড়েছেন। এতে দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গতকাল শনিবার নবগঠিত উপজেলা বিএনপির কমিটি স্থগিত ও পৌর বিএনপির কমিটি বাতিল করার দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে দুই ইউনিট বিএনপির একাংশ। উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগের কমিটির আহ্বায়ক জহিরুল হক জহরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্যসচিব মো. শাহ আলমের সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকট মো. আজিজুর রহমান মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আহম্মেদ প্রমুখ।

বক্তারা কুমিল্লার বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দোষারোপ করে বলেন, দলীয় ক্ষমতালোভী হয়ে দলকে পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করতেই যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। তারা বলেন, কুমিল্লা উত্তর জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ। তাই ওই কমিটি যে উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে তা অবৈধ। অবিলম্বে উপজেলা বিএনপির এই অবৈধ কমিটি বাতিল করে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান বক্তারা।

এদিকে, নতুন কমিটির আহ্বায়ক মো. মহিউদ্দিন, সদস্যসচিব মোজাম্মেল হক মুকুল, পৌর কমিটির আহ্বায়ক মো. ছানাউল্লাহ সরকার, সদস্যসচিব মো. নজরুল ইসলামের নেতৃত্বে ‍উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত এমকে আনোয়ারের কবর জিয়ারত করেন ও জেলা কমিটির নেতাদের ধন্যবাদ জানিয়ে শহরে আনন্দ মিছিল এবং সমাবেশ করেন। সমাবেশে বিএনপির একাংশের নেতারা বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা