ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৩:২৭ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৪:৫৬ পিএম
দেশি অস্ত্রসহ আটক দুজন। প্রবা ফটো
ভোলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ মনির হোসেন ব্যাপারী ও মো. রাসেল নামে দুই ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে একটি রিভলবার ও ১৮টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) ভোরের দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদের হাট থেকে তাদের আটক করা হয়। দুজনই ওই এলাকার বাসিন্দা।
বেলা সাড়ে ১১টার দিকে ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্টের কমান্ডার আবু বক্কর জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা পুলিশের টিমসহ ওই এলাকায় যৌথ অভিযান পরিচানা করি। এ সময় একটি রিভলবার, ১৮টি বিভিন্ন ধরনে র দেশি অস্ত্রসহ মনির হোসেন ব্যাপারী ও মো. রাসেল ডাকাতকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে ভোলা মডেল থানায় একাধিক মামলা রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভোলা মডেল থানায় হস্তান্তর করা হবে।’