সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ০০:৩৮ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১০:৪৫ এএম
প্রতীকী ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর নয়াবাড়ী এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়ার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘রাতে তারা দুই বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।’