নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২১:২২ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ২১:৪৪ পিএম
ক্রেতাদের মাঝে বিক্রি না করে টিসিবির সরকারি চাল সাদা প্লাস্টিকের বস্তায় ভরে নৌকায় করে পাচার করা হচ্ছিল। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তা আটক করে স্থানীয় সেনা ক্যাম্পে খবর দেয়। পরে সেনাবাহিনী তা জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকালে নেত্রকোণা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাত ৯টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে টিসিবির ২৭ বস্তা চাল সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি না করে পাচার করার সময় স্থানীয় জনগণ নৌকাসহ চাল আটক করে সেনা ক্যাম্পে খবর দেয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানীয় জনগণ এবং গ্রাম পুলিশের সহায়তায় ওই নৌকা দুর্গাপুর তেরি বাজার ঘাটে আনা হয়। নৌকাটিতে ২৭টি বস্তায় মোট ১ হাজার ৯০ কেজি চাল ছিল। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪৩ হাজার ৬০০ টাকা। সরকারি চালের বস্তা যাতে কেউ শনাক্ত করতে না পারে সেজন্য পাচারকারীরা সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে আড়াল করে পরিবহন করছিল টিসিবির চাল। চালগুলো উদ্ধার করা গেলেও এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।
দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক
মাহমুদা আক্তার মুন্নি এ ঘটনায় টিসিবির ডিলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের
মো. শাহজাহান মিয়া এবং চালের ক্রেতা একই ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মো. সিদ্দিক মিয়ার
বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত টিসিবির চালসহ বস্তাগুলো
থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।