× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে গাছে বেঁধে নির্যাতন

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২১:১৮ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ২১:৪৯ পিএম

জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে গাছে বেঁধে নির্যাতন

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গত বুধবার রাত ১১টার দিকে শিবচর থানার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে গতকাল বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, শিবচরের নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে মৃত আনোয়ার মাদবরের স্ত্রী আছুরা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী রশিদ মাদবরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আছুরা বেগম আদালতে একটি মামলাও করেন। বর্তমানে আদালতে মামলাটি বিচারাধীন। এরই জেরে গত বুধবার রাতে রশিদ মাদবর তার ছেলেদের নিয়ে আছুরার বসতঘরে হামলা চালায়। পরে আছুরা ও তার ছেলে সাজ্জাদ মাদবরকে মারতে মারতে ঘর থেকে বের করে আনেন রশিদ মাদবর। এর পর রশি দিয়ে মা ও ছেলেকে উঠানের পাশের গাছের সঙ্গে বেঁধে মুখের ভেতর কাপড় ভরে দিয়ে লাঠিসোটা দিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত আছুরা ও সাজ্জাদকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি মোক্তার হোসেন জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা