রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২১:১৫ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ২১:৫৭ পিএম
রাজবাড়ীর কালুখালীতে ফাহিমা বেগম নামে এক প্রবাসীকে হত্যার দায়ে আবদুর রহিম মণ্ডল নামে একজনকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন।
ফাহিমা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের সেকেন ফকীরের মেয়ে। দণ্ডপ্রাপ্ত আবদুর রহিম মণ্ডল রাজবাড়ী জেলার পাংশার জাগিরকয়া গ্রামের মৃত তাছের আলী মণ্ডলের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, কাতারে থাকাকালে আবদুর রহিমের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা ধার নেয় ফাহিমা বেগম। করোনার আগে ও পরে উভয়েই দেশে আসার পরও ফাহিমা ধারের টাকা ফেরত দিচ্ছিলেন না। একদিন রহিম ভাঙ্গায় ফাহিমার গ্রামের বাড়ির এলাকায় গেলে ফাহিমা আগে থেকেই কয়েকজনকে দিয়ে রহিমকে শায়েস্তা করার উদ্যোগ নেয়। বিষয়টি জানতে পেরে রহিম ফিরে এসে ফাহিমাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ফাহিমার সঙ্গে সে প্রেমের সম্পর্ক গড়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি হয়ে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ফাহিমা ভাঙ্গার বাড়ি থেকে বের হয়ে রাত ৯টার দিকে মৃগী বাজারে আসেন। এরপর উভয়ে রাস্তায় হাঁটার সময় সুযোগ বুঝে গলায় গামছা পেঁচিয়ে ফাহিমাকে হত্যা করেন রহিম। এরপর তার লাশ রাজবাড়ীর কালুখালীর কাওয়াখোলা গ্রামে একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালুখালী থানায় মামলা করে।
নিহত ফাহিমার মেয়ে মাকসুদা আক্তার বলেন, আমার মায়ের হত্যাকারীর ফাঁসির আদেশ হওয়ায় খুশি। রাজবাড়ীর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আহমেদ আলী মৃধা বাটু বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।