ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২১:১২ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ২১:৪৭ পিএম
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের মধ্যে একজন বাদে বাকি ৯ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। ওই ৯টি ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রশাসক নিয়োগ করা হয়েছে। গত বুধবার জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক পরিপত্রে চেয়ারম্যানদের অপসারণ করা হয়।
পরিপত্রে জানানো হয়, ৯টি ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিত থাকায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটায় তাদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
অপসারণকৃত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেনÑ দুল্লা ইউনিয়ন পরিষদের
হোসেন আলী হুসি, বড়গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার, তারাটিতে মনিরুজ্জামান
মনির, কুমারগাতায় আকবর আলী, বাঁশাটিতে উজ্জ্বল কুমার চন্দ, ঘোগায় শরিফুল ইসলাম শরীফ,
দাওগাঁয়ে খন্দকার জামাল উদ্দিন বাদশা, কাশিমপুরে মোয়াজ্জেম হোসেন তালুকদার ও খেরুয়াজানি
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ। এখন শুধু বাকি রয়ে গেলেন বিএনপির দলীয় সমর্থিত
মানকোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিদুল ইসলাম তারা।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের স্বাক্ষরিত পরিপত্রে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৯
ইউনিয়নের চেয়ারম্যানকে অপসারণ করে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অপসারণকৃত চেয়ারম্যানরা দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিত
রয়েছেন। এতে দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটায় তাদের অপসারণ করা হয়েছে।