× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার

স্বাস্থ্যসেবায় ফের বিপর্যয়ের আশঙ্কা

নুপা আলম, কক্সবাজার

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৪:১৯ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৬:২০ পিএম

স্বাস্থ্যসেবায় ফের বিপর্যয়ের আশঙ্কা

কক্সবাজার জেলাজুড়ে স্বাস্থ্যসেবায় আবারও বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। প্রকল্পের অর্থ সংকটের কারণে গত ৩০ সেপ্টেম্বর কক্সবাজার জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ পাওয়া প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন। রোহিঙ্গা সংকটে স্থানীয়দের জন্য বিশ্বব্যাংকের বরাদ্দের অর্থে স্বাস্থ্য বিভাগের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে জেলা সদর হাসপাতালের আইসিইউ, সিসিইউসহ বিশেষায়িত সেবা।

 তবে সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট নিরসনে ইনক্লুসিভ সার্ভিসেস অপারেটিং (আইএসও) নামে একটি সংস্থার অধীনে নতুন প্রকল্পের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। মন্ত্রণালয়ের পাস ও ইউএন সংস্থার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর হলে প্রকল্পটি শুরু হবে। তবে তা কবে শুরু হতে পারে নিশ্চিত নন তারা।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় ও জেলা সদর হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাংকের ‘স্বাস্থ্য ও জেন্ডার সাপোর্ট প্রকল্প (এইচজিএফপি), স্বাস্থ্য ও লিঙ্গ সহায়তা প্রকল্পের (এইচজিএস) অধীনে রোহিঙ্গা সংকটে স্থানীয়দের জন্য বিশ্বব্যাংকের বরাদ্দ অর্থে আন্তর্জাতিক ও দেশি বিভিন্ন এনজিও জেলাব্যাপী হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে ২০১৯ সালের শুরু থেকে। এতে কক্সবাজার স্বাস্থ্য বিভাগে সরকারিভাবে নিয়োগ করা জনবল ছাড়াও বিশ্বব্যাংকের অধীনে প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। এর মধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতাল, রামু, উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেন্টমার্টিন হাসপাতাল, জেলার ৭২টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এই সাড়ে তিন হাজার কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে ৩০ সেপ্টেম্বর প্রকল্পের অর্থ বরাদ্দ না থাকায় আবারও বন্ধ করে দেওয়া হয় এসব প্রকল্প। এতে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ, সিসিইউসহ বিশেষায়িত সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলা সদর মডেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে ছয়টি সংস্থার অধীনে ১৯৯ জন কর্মকর্তা-কর্মচারীর পদায়ন ছিল কক্সবাজার জেলা সদর হাসপাতালে। অন্যদিকে হাসপাতালটিতে সরকারি মঞ্জুরি হওয়া ৩২৮টি পদের মধ্যে ৭৬টি শূন্য রয়েছে। তিনি বলেন, জরুরি বিভাগে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগী সেবার জন্য আসে। প্রকল্প বন্ধ হওয়ায় ৩০ সেপ্টেম্বরের পর মাত্র তিনজন চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন। ন্যূনতম সেবা চালু রাখতে হলে জরুরি বিভাগে অন্তত ১২ জন চিকিৎসক প্রয়োজন। এ ছাড়া ২৫০ শয্যার হলেও হাসপাতালে ইন্ডোরে গড় হিসাবে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকে। বর্তমানে চিকিৎসক না থাকায় জরুরি প্রসূতি ও শিশু বিভাগ এবং বহির্বিভাগের ইএমটি বিভাগে চিকিৎসক সংকটের কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক পাওয়া না গেলে বিশেষায়িত এসব সেবা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। তিনি আরও বলেন, চিকিৎসকের পাশাপাশি প্রকল্প শেষ হওয়ায় সেপ্টেম্বর মাস থেকে পরিচ্ছন্নতাকর্মীসহ ১৪৭ জনের চাকরি নেই। ফলে পরিচ্ছন্নতা নিয়েও হাসপাতালের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

চিকিৎসকরা জানান, কক্সবাজার জেলার ২৫ লাখ মানুষের সঙ্গে ২০১৭ সালে যোগ হয়েছে ১২ লাখ রোহিঙ্গা। আর প্রতিবছর কক্সবাজারে বেড়াতে আসে কয়েক লাখ পর্যটক। বিপুল জনগোষ্ঠীর উন্নত সেবার আধুনিক সেবা প্রতিষ্ঠান ২৫০ শয্যার কক্সবাজার জেলা সদর হাসপাতাল।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো বলেন, ‘এনজিও প্রকল্প বন্ধ হওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। তবে ইনক্লুসিভ সার্ভিসেস অপারেটিং (আইএসও) নামের একটি আন্তর্জাতিক সংস্থার নতুন একটি প্রকল্পের অনুমোদন হতে পারে।’

এ ব্যাপারে আইএসও-এর প্রকল্প পরিচালক বিপাশ খিসা বলেন, প্রকল্পটি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখানে পাস হলে ইউএন এজেন্সির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর হলে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তবে কবে প্রকল্পটি পাস হবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা