কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৩:৪৬ পিএম
চেক বিতরণ অনুষ্ঠান। প্রবা ফটো
রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ এলাকায় বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ ৩২ পরিবারের মধ্যে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী কক্ষে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আয়োজনে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বনবিভাগের রাইখালী ও সদর রেঞ্জ কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংখ্যই মারমা, রেঞ্জ কর্মকর্তা মো.কামাল হোসেন, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো.তুহিনুল হক, বাদশা মিঞা ও কাপ্তাই প্রেসক্লাব সাবেক সভাপতি কবির হোসেন।
মো.মহিউদ্দিন বলেন, ‘বন্যপ্রাণী আমাদের সম্পদ। তাই তাদের ওপর আক্রমণ করা যাবে না। তাছাড়া বন্যহাতি বা অনান্য বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থ হলে সরকার তা ক্ষতিপূরণ দিবে।’
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো.নূরুল ইসলাম বলেন, ‘বর্তমানে কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে বন্যহাতির যেই উপদ্রব বেড়েছে তাই কেউ বন্যহাতিকে আক্রমণ করা যাবে না। প্রয়োজনে বনবিভাগকে খবর দিলে বনবিভাগ কতৃক ব্যবস্থা গ্রহন করা হবে। বন্যপ্রাণী আমাদের সম্পদ, তাদের সুরক্ষায় সবাইকে কাজ করতে হবে।’