× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১২:২৯ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১২:৪৬ পিএম

ঘূর্ণঝড় দানার প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে মোংলায়। প্রবা ফটো

ঘূর্ণঝড় দানার প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে মোংলায়। প্রবা ফটো

ঘূর্ণিঝড় ‘দানা’ মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর ফলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে মোংলা উপকূলে বৃষ্টিপাত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকারাচ্ছন্ন হওয়ার পাশাপাশি বৃষ্টিপাতও বেড়েছে। বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ।

মোংলা  বন্দর কর্তৃপক্ষ হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া বলেন, সতর্ক অবস্থায় থেকে বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ ও জেটিতে বাণিজ্যিক কার্যকম স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ। তবে বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে পণ্য ওঠানো-নামানোর কাজ। বুধবার থেকে আবহাওয়া অফিসের সঙ্গে মিল রেখে তাদের নিজস্ব অ্যালার্ট-১ জারি করে। আবহাওয়া অফিস যখন তাদের সিগন্যাল বাড়াবে তখন মোংলা বন্দর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে বন্দরের নিজস্ব টুইন জাহাজ, পানির বোর্ড ও পাইলট বোর্ডগুলো জেটিতে নিরাপদে রাখা হয়েছে। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষে একটি কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) খোলা হয়েছে বলেও জানান তিনি।

সরেজমিনে বৃহস্পতিবার সকালে দেখা যায়, মোংলা নদী ও পশুর নদের পানি স্বাভাবিক রয়েছে। লাইটার ও ট্রলার চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বন্ধ রয়েছে সুন্দরবনের পর্যটনকেন্দ্রিক সব নৌযান।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, শুকনা খাবার ও ১০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখে মনিটরিং সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা