চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১১:১০ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১২:০৬ পিএম
চট্টগ্রামের পাহাড়তলীতে একটি টায়ার কারখানায় আগুন লেগেছে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পাহাড়তলীতে একটি টায়ার কারখানায় আগুন লেগেছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচটি ইউনিট যোগ দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় ওই কারখানায় এ আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করছেন।
স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন, ৯টার পর কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ হচ্ছে না। আশপাশের ভবনে অনেক পরিবারের বসবাস। স্থানীয়রা তাদের নামিয়ে আনার চেষ্টা করছে।