সারদা পুলিশ একাডেমি
রাজশাহী অফিস
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ২১:৪৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২২:১৩ পিএম
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম প্রশিক্ষণার্থী এসআই ব্যাচের প্রায় আড়াইশ সদস্যকে বরখাস্তের পর অন্য প্রশিক্ষণার্থীরাও শঙ্কার মধ্যে রয়েছেন। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভূঁইয়া নিজেও নিশ্চিত করে জানাননি আর কোনো প্রশিক্ষণার্থী বরখাস্তের তালিকায় রয়েছেন কি না।
একাধিক সূত্রের তথ্যমতে, ৪০তম এসআই ব্যাচে গোপালগঞ্জের ২২ জন, চট্টগ্রামের ১৬, কিশোরগঞ্জের ১২, ফেনীর ২, ঠাকুরগাঁওয়ের ৬ এবং রাজশাহীর ৭ জনসহ অন্যান্য জেলার মোট ৮০৪ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। এক বছরের কঠোর প্রশিক্ষণ শেষে নভেম্বর মাসে সমাপনী কুচকাওয়াজ শেষে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল।
সূত্রমতে, বরখাস্তকৃতদের মধ্যে একটি বড় অংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, নয়তো আওয়ামী লীগের পরিবারের সঙ্গে সম্পৃক্ত। এমন অবস্থায় বিভিন্ন মহল থেকে এই নিয়োগ ও নিয়োগের প্রক্রিয়া নিয়ে সমালোচনা শুরু হয়। তার মধ্যেই হঠাৎ করে গত মঙ্গলবার এই ৮০৪ জনের মধ্যে ২৪৯ প্রশিক্ষণার্থী এসআইকে শৃঙ্খলাভঙ্গের দায়ে ডিসচার্জ বা বরখাস্ত করা হয়। নতুন করে তদন্ত শুরু হয়েছে বাকিদের বিষয়েও। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ একাডেমির একটি সূত্র জানায়, এরই মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। তাদের পৈতৃক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা সংস্থার সদস্যদের তথ্য সংগ্রহ করে তা প্রদান করার জন্য বলা হয়েছে।
তবে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভূঁইয়া জানান, যাদের বরখাস্ত করা হয়েছে তাদের শৃঙ্খলাভঙ্গের দায়ে করা হয়েছে। নতুন কাউকে বরখাস্ত করা হতে পারে কি না, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।