× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পলিথিন বন্ধকরণে মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ২১:১৬ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২১:৫২ পিএম

পলিথিন বন্ধকরণে মতবিনিময় সভা

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন (পলিপ্রপাইলিন শপিং ব্যাগ) বন্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইউসুফ আলী বলেন, পলিথিন/পলিপ্রপাইলিনের তৈরি শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ, ব্যবহার আইনত নিষিদ্ধ। আগামী ১ নভেম্বর ২০২৪ থেকে নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। 

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগের পরিবর্তে কাপড়, কাগজ, পাটের তৈরি পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ, ধারক, মোড়ক ব্যবহার করার জন্য সকলকে সচেতন হতে হবে। তিনি সকল ব্যবসায়ী, দোকানমালিক, বিক্রেতাদের পলিথিনে পণ্য সরবরাহ না করার জন্য অনুরোধ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মো. আ. রাজ্জাক, তানজীর আহমেদ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলামসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা