গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ২১:১৫ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২১:৩৫ পিএম
বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির অভিযোগে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলরসহ চার বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমুল হাসান মিঠু খান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফরহাদ শরীফ এবং সদস্য এসএম সজীব শরীফ।
এর আগে গত মঙ্গলবার রাতে টরকী বন্দরের ব্যবসায়ী একেএম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার বাদী হয়ে পৌর বিএনপি নেতা জাকির হোসেনসহ চারজনকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেন।
ব্যবসায়ী জামিল সিকদার বলেন, ১৮ অক্টোবর বিকালে নাজমুল হাসান মিঠু খান আমাকে ফোন করে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এই কথা জানার পর আমার বোন তহমিনা আক্তার বিষয়টি গৌরনদী সেনা ক্যাম্পে গিয়ে জানান। ঘটনার পর গত ২২ অক্টোবর রাতে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন, তার একান্ত সহযোগী ফরহাদ শরীফ, মিঠু খান ও সজীব বন্দরস্থ স্কুলের পেছনে আমার বাসায় গিয়ে পুনরায় দাবিকৃত দেড় লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করায় তারা আমাকে মারধর করে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসায় তারা পালিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, টরকী বন্দরের ব্যবসায়ী একেএম জামিল সিকদার স্থানীয় চার বিএনপি নেতাকে আসামি করে চাঁদাবাজির মামলা করেছে। গতকাল চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।