মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ২১:০১ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২১:৩৩ পিএম
মেহেরপুরে ইতালির তৈরি পিস্তল উদ্ধারসহ তিনজনকে আটক করছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সাইফুল ইসলাম, এনামুল হক ও মো. সাইফুল। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় একটি বাড়ির পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
সদর থানার ওসি (অপারেশন) সেলিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল তিনজনকে মঙ্গলবার মধ্যরাতে আটক করে। পরে তারা শহরের স্টেডিয়ামপাড়ার আলিফের কাছে অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। ওই তিনজনকে নিয়ে বুধবার ভোরে স্টেডিয়ামপাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। আলিফ পলাতক থাকলেও বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পেছনে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র মামলা দেওয়া হয়েছে।
আটকদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান ওসি সেলিম মোল্লা।