চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৮:২১ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৮:২৮ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রাম আনোয়ারাতে বন্য হাতির আক্রমণে আলী আকবর নামে একজন নিহত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ভোরে কোরিয়ান ইপিজেডে এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর কর্ণফুলী এলাকার শাহামীরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
হাতির আক্রণের আলী আকবরের মৃত্যুর ঘটনায় কোরিয়ান ইপিজেডের ভেতরে গেস্ট হাউজের ফটকে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সহয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর সরকারী পুলিশ সুপার রনজিত কুমার বড়ুয়া প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের পরিবারকে ইপিজেড কর্তৃপক্ষ ২০ হাজার টাকা দিয়েছে। সেইসঙ্গে নিহতের স্ত্রীকে চাকরি দেওয়াসহ দুই সন্তানের ভবিষ্যৎ লালন-পালন ও পড়ালেখার সুবিধার্তে ৩ লাখ টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে।
পুলিশ সুপার রনজিত কুমার বলেন, ওই এলাকায় বিভিন্ন সময় বন্য হাতির আক্রমণের শিকার হয় স্থানীয়রা। এই আক্রমণ হতে স্থানীয়দের রক্ষায় অতি শিগগিরই বন বিভাগের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।