কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৪:০১ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২২:৩৬ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা বন বিভাগ। উচ্ছেদ অভিযানে ছয় একর বনের জমি উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি টাকা।
বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বুটমিল পাশাগেট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, শেখ হাসিনার সরকার পতনের পর গত ৫ আগস্টের পর থেকে গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রবিট এলাকার সফিপুর বুটমিল পাশাগেট এলাকাসহ বিভিন্ন এলাকায় স্থানীয় ভূমিদস্যুরা বনের গাছ কেটে কয়েকশ অবৈধ স্থাপনা গড়ে তোলে। স্থানীয় বন বিভাগের কর্মীরা একাধিকবার তাদের বাধা দিলেও তারা অবৈধ স্থাপনা গড়ে তোলা থেকে বিরত থাকেনি। বন বিভাগের লোকজন অবৈধ এসব স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে বন বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে একাধিকবার। হামলার ঘটনায় কালিয়াকৈর বন বিভাগের কর্মীরা কালিয়াকৈর থানায় একাধিক মামলাও করেছেন। তারপরও থেমে থাকেনি ভূমিদস্যুদের দখল কার্যক্রম। দখলকৃত এসব ভূমি উদ্ধারে গতকাল যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে ঢাকা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপজেলার সফিপুর বুটমিল পাশাগেট এলাকায় এ উচ্ছেদ অভিযান করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের সহযোগিতায় ঢাকা বন বিভাগের চারটি রেঞ্জের ২৫টি বিটের ৮০ জন বন কর্মকর্তা এ অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় বন বিভাগের কর্মীরা বনের জমিতে গড়ে ওঠা কয়েকশ অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৬ একর বনের জমি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি টাকা।
শিউলি আক্তার নামে বনের জমি দখল করে স্থাপনা নির্মাণকারী এক নারী বলেন, ‘আমরা গত ৩০ বছর ধরে এখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। আগে বন বিভাগের লোকদের টাকা দিয়ে বনের জমিতে স্থাপনা নির্মাণ করা যেত। ছাত্রদের আন্দোলনের ফলে সরকার পতনের পর দেশে কোনো সরকার না থাকায় আমরা নিজেরাই স্থানীয় বিএনপি নেতাদের টাকা দিয়ে স্থাপনা নির্মাণ করে গার্মেন্টস শ্রমিকদের কাছে অল্প টাকায় ভাড়া দিয়েছি।’ কালিয়াকৈরের বন কর্মকর্তারা টাকা নিতে না পারায় তারা আজ আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষণ রেজাউল আলম জানান, ৫ আগস্টের পর স্থানীয় ভূমিদস্যুরা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলে। কালিয়াকৈরে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তারা তাদের একাধিক বাধা দিলেও তারা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার কাজ চালিয়ে যায়, এমনকি বন বিভাগের কর্মীদের ওপরও হামলা চালায়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান, উপজেলার বিভিন্ন বন বিটের আওতাধীন এলাকায় ভূমিদস্যুরা বন উজাড় করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। বন বিভাগের সুপারিশে যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে বনের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে ছয় একর জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি টাকা। পর্যায়ক্রমে বনের জমিতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।