× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই ফেরিতে সংঘর্ষ

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২১:৫০ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ২১:৫৭ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই ফেরিতে সংঘর্ষ

ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই ফেরির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ফেরিতে থাকা দুই যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝনদীতে ফেরি ভাষাশহীদ বরকত ও ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মধ্যে এ সংঘর্ষ হয়। 

রাজবাড়ীর চরখানখানাপুরের ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস চালক এরশাদ বলেন, ‘সকাল পৌনে ৬টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ফেরি ছেড়ে আসে। ঘনকুয়াশার কারণে মাঝনদীতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি ভাষাশহীদ বরকত ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে আমার মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রাইভেটকারের চালককে ৫০ হাজার ও আমাকে ১৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান মাহমুদ তুহিন বলেন, ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝনদীতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি ভাষাশহীদ বরকতের মধ্যে সংঘর্ষ হয়। এতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে থাকা একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কুষ্টিয়ার প্রাইভেটকার চালক ফুয়াদ রেজাকে ৫০ হাজার টাকা এবং রাজবাড়ীর চরখানখানাপুরের মাইক্রোবাস চালক এরশাদকে ১৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা