গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২১:৩৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ২১:৫২ পিএম
অর্থনৈতিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা
গাজীপুর নিয়ে এক গবেষণা জরিপ চালানো হয়েছে। ওই জরিপে দেখা গেছে, গত দুই যুগে গাজীপুর
জেলার বনভূমি ও জলাশয় কমেছে দুই-তৃতীয়াংশ। উল্টো দিকে বেড়েছে শিল্পায়ন ও শহরায়ণ।
গবেষণা জরিপ পরিচালনা করেছে বাংলাদেশ রিভার
ফাউন্ডেশন (বিআরএফ), রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি), বাংলাদেশ পরিবেশ
আইনবিদ সমিতি (বেলা) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ২০২৩ সালে এই গবেষণা জরিপ সম্পন্ন
হয়।
মঙ্গলবার গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে
পরিবেশদূষণের উত্তরণ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। বেলার ভারপ্রাপ্ত
প্রধান নির্বাহী তাসলিমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন।
গবেষণা বলছে, একবিংশ শতাব্দীর শুরু অর্থাৎ
২০০০ সাল থেকে গত ২৩ বছরে গাজীপুরের পরিবেশের বিরাট পরিবর্তন ঘটেছে। জেলায় ২০১১ সালে
মোট জনসংখ্যা ছিল সাড়ে ৩০ লাখের কাছাকাছি। ২০২২ সালে তা এসে ঠেকেছে ৫০ লাখের বেশি।
দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ গাজীপুর সিটি করপোরেশন এলাকায় প্রতি স্কয়ার কিলোমিটারে ৮১২৬
জন বসবাস করছে।
পরিবেশগত সমীক্ষা বলছে, ২০০০ সালে জেলায় মোট
জলাভূমির পরিমাণ ছিল ১১ হাজার ৪৬২ হেক্টর বা মোট আয়তনের ৬.৭৩ শতাংশ। ২০২৩ সালে এসে
তা কমে দাঁড়িয়েছে ৫,৫৬৮ হেক্টর বা মোট আয়তনের ৩.২৭ শতাংশ।
একটি জেলার মোট আয়তন অনুযায়ী অন্তত ৭ থেকে
১৪ শতাংশ জলাভূমি থাকতে হয়। অথচ গাজীপুর আদর্শ মান থেকে অনেক পিছিয়ে আছে। তার ওপর জেলায়
তুরাগ, বালু, বংশী, শীতলক্ষ্যা, চিলাইসহ নদ-নদীগুলো শিল্পবর্জ্যসহ নানামুখী মারাত্মক
দূষণের শিকার। যার প্রভাব পড়ছে জেলার সার্বিক পরিবেশ ও জনস্বস্থ্যে।
অন্যদিকে যেকোনো জেলায় এর আয়তন অনুযায়ী ২০
থেকে ২৫ শতাংশ বনভূমি থাকার কথা। ২০০০ সালে গাজীপুরে বনভূমির পরিমাণ ছিল ৩৯ হাজার ৯৪৩
হেক্টর বা ২৩.৪৪ শতাংশ। ২০২৩ সালে জেলায় বনভূমির পরিমাণ এসে ঠেকে ১৬ হাজার ১৭৪ হেক্টর
বা ৯.৪৯ শতাংশে। অথচ এই জেলায়ই অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যানের মতো গুরুত্বপূর্ণ বনভূমি।
২০০০ সালে শিল্প এলাকা বিস্তৃত ছিল ৯ হাজার
৭৩৬ হেক্টর জমিতে। ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮৭৭ হেক্টরে। ২০০০ সালে জেলায়
খোলা জায়গার পরিমাণ ছিল ৫,৪৩৬ হেক্টর, ২০২৩ সালে যা এসে দাঁড়িয়েছে মাত্র ১,৩১৬ হেক্টরে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রাকৃতিক বাস্তুতন্ত্র
নষ্ট করে অনিয়ন্ত্রিত শিল্পায়ন ও নগরায়ণের বিধ্বংসী প্রভাবে গাজীপুর এখন দেশের পরিবেশগত
বিপর্যয়ের প্রতীক হয়ে উঠেছে। এখানে উল্লেখযোগ্য হারে বনভূমি জলাভূমি দখল করা হচ্ছে।
বায়ু ও পানি উভয়ের দূষণের মাত্রা অতি উচ্চ, যা ব্যাপকভাবে প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে।
এমন পরিস্থিতিতে বেলা, বিআরএফ, আরডিআরসি এবং
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বেশ কিছু সুপারিশ তুলে ধরে। এরপর আগত বিভিন্ন দপ্তর ও পেশার
মানুষ তাদের মতামত দেন।