× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২১:৩০ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ২১:৫৪ পিএম

মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে এক মাদ্রাসাছাত্রীকে ঢাকার কদমতলী থানার রইচনগর এলাকা থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত কিশোরী জান্নাতুল মাওয়া ওহি (১৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের আকরাম হোসেন শাহেদ হাওলাদারের মেয়ে। সে স্থানীয় ফজুমিয়ারহাট মাতাব্বরনগর দারুচ্ছুনাত আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে মেয়ের মা বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে জান্নাতুল মাওয়া ওহিকে প্রেমের প্রস্তাবসহ নানা আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছে একই এলাকার দক্ষিণ চরপাগলা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে মুজাহিদুল ইসলাম। ঘটনাটি ওহি তার মা-বাবাকে জানালে তারা মেয়েকে তাদের ভাগনি জামাই রিয়াজ উদ্দিনের ঢাকার কদমতলীর বাসায় নিয়ে রাখেন। গত ১৫ অক্টোবর বিকালে কিশোরী ওহি প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য কদমতলী থানার রইচনগর উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে মুজাহিদ, রুবেলসহ চার-পাঁচজনের দল একটি সিএনজিতে করে তুলে নিয়ে যায়। এদিকে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২১ অক্টোবর র‍্যাব সদর দপ্তরে আরেকটি অভিযোগ দায়ের করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনী থেকে মেসেজ পেয়েছি। কিশোরী ওহিকে উদ্ধারে চেষ্টা চলছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, অপহরণের অভিযোগে মামলা হয়েছে। আশা করি, স্বল্প সময়ের মধ্যেই আমরা অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা