× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

সরানো হলো ময়লার স্তূপ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২১:২৮ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ২১:৫৯ পিএম

সরানো হলো ময়লার স্তূপ

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর অবশেষে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের ময়লা-আবর্জনার স্তূপ সরিয়ে ফেলেছে পৌরসভা কর্তৃপক্ষ। এর আগে মহাসড়কের পাশে ময়লার স্তূপ নিয়ে ১৮ অক্টোবর প্রতিদিনের বাংলাদেশের অনলাইন ও প্রিন্টে ‘দুর্গন্ধে চলাচলে দুভোর্গ, স্বাস্থ্যঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, যন্ত্রের সাহায্যে ময়লা সরিয়ে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে যন্ত্রের সাহায্যে পৌরসভার ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। পৌরসভার ত্বরিত পদক্ষেপ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

স্থানীয় বিমল, বজলু, আসাদসহ কয়েকজন বাসিন্দা জানান, প্রায় ৩৭ হাজার মানুষের আবাসস্থল মাদারগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার ২৪ বছরেও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেনি কর্তৃপক্ষ। ১০.৭৯ বর্গকিলোমিটার আয়তনের ‘ক’ শ্রেণিভুক্ত পৌরসভাটি ২১ ডিসেম্বর ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত কোনো ডাম্পিং প্লেস নেই। এজন্য বিপাকে পৌরসভার বাসিন্দারা। অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা হয়েছে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে। উন্মুক্ত ও জনবহুল স্থানে এসব ময়লা ফেলায় বাতাসে ছড়ায় জীবাণু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

পৌরসভার সহকারী প্রকৌশলী পারেক আহম্মেদ বলেন, ‘বিষয়টি জানার পর দ্রুত ময়লার স্তূপ সরানোর নির্দেশ দেওয়া হয়। পৌরসভায় ময়লা ফেলার নির্দিষ্ট কোনো ডাম্পিং প্লেস না থাকায় লোকজন বাসাবাড়ির ময়লা এভাবে সড়কের পাশে ফেলে রাখে। বিষয়টি আমাদের নজরে আসামাত্রই নাগরিকদের সুবিধার্থে আমরা সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা