× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ম্যানেজ’ হইনি বলে মায়ের লাশ নিয়ে দেশে আসতে পারিনি : এমএ মালিক

সিলেট অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২১:২১ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ২১:৩৯ পিএম

‘ম্যানেজ’ হইনি বলে মায়ের লাশ নিয়ে দেশে আসতে পারিনি : এমএ মালিক

‘বিগত আওয়ামী লীগ সরকারের কাছে “ম্যানেজ” হইনি বলে মায়ের লাশ নিয়ে দেশে আসতে পারেনি’Ñ এমনটা বললেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক। তিনি বলেন, শেখ হাসিনা আমাকে যুক্তরাষ্ট্রে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এরপর যুক্তরাজ্যে ম্যানেজ করারও চেষ্টা করেছেন। কিন্তু ম্যানেজ হইনি। তখন শেখ হাসিনাকে বলেছিলাম, আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। এরপর আপনার চায়ের প্রস্তাব বিবেচনা করে দেখব।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর এক অভিজাত রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমএ মালিক। তিনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার স্বজনরা লুটপাটে জড়িত ছিল। তাদের এমপি-মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদেশের মাটিতে অনেকের শতাধিক বাড়ি রয়েছে। অধিকাংশ লুটপাটকারীর তথ্য আমার কাছে রয়েছে।

প্রবাসীদের হয়রানির অভিযোগ এনে তিনি বলেন, প্রবাসীরা হলেন রেমিট্যান্স যোদ্ধা। তাদের হয়রানি করা হলে বরদাশত করা হবে না। দেশে তাদের জায়গাজমি ও ঘরবাড়ি দখলের অভিযোগ রয়েছে। গত সরকারের সময়ে আওয়ামী লীগের এমপিরা পর্যন্ত দখলে জড়িত ছিলেন। তাদের ভয়ে অনেকে দেশে পর্যন্ত আসতে পারেননি। জনগণের আন্দোলনের ফসল এই সরকারকে প্রবাসীর এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে।

এমএ মালিক বলেন, ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই। আমরা তার নেতৃত্বে দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই। তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে আগামীতে দেশ পরিচালনা করবে। 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এটিএম ফয়েজ, বিএনপি নেতা সাদিকুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা