লক্ষ্মীপুর ও চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২১:১৫ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ২২:০৬ পিএম
লক্ষ্মীপুরের রায়পুরে
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারে নামায় ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে
কারাদণ্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) বিভিন্ন সময় এ
কারাদণ্ড ও জরিমানা করা হয়। গতকাল লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে ইলিশ শিকারে
নামায় সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ছয়জনকে ১২ দিনের ও
একজনকে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানের সময় জব্দকৃত ৬০ হাজার মিটার
অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এসব তথ্য নিশ্চিত
করেছেন। তিনি বলেন, মাছ শিকারের সময় সাত জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। নদীতে নিষেধাজ্ঞা
বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্র
জানায়, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার মিটার
জাল ও একটি নৌকা জব্দ করা হয়।
চাঁদপুর :
চাঁদপুর নৌ-অঞ্চলে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে ৫৭ জেলেকে
আটক করেছে টাস্কফোর্স। এর মধ্যে ৪৪ জনকে কারাদণ্ড, নয়জনের কাছ থেকে ৪০ হাজার টাকা
জরিমানা আদায় করা হয়। অন্যরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায়
ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার
ইমতিয়াজ আহমেদের দেওয়া তথ্যমতে ২৪ ঘণ্টার অভিযানে নৌপুলিশের ১২টি ফাঁড়িতে ৫ লাখ ২৬
হাজার ২০০ মিটার জাল উদ্ধার, ১০টি নৌকাসহ ১৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
সদর উপজেলা সহকারী মৎস্য
কর্মকর্তা মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর হরিণা,
বহরিয়া, গাজীরটেক ও আনন্দবাজার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান করে এসব
জেলেকে আটক করে। এ সময় জেলেদের হেফাজতে থাকা ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা, ২৫
কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।
পৃথক দুটি ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এবং
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া
হোসেন। অভিযানে কোস্ট গার্ড ও নৌপুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
মা ইলিশ রক্ষায় ১৩
অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে
সরকার। নিষেধাজ্ঞাকালীন নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের জেল, পাঁচ
হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।