ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২১:১৩ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ২১:৪১ পিএম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শতবর্ষী জলমহাল রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি এলাকায় জলমহালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে নাজিরদীঘি বাজারে মিছিল করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, নাজিরদীঘি এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সাদিরুজ্জামান বাছির, আব্দুল কাইয়ুম, নূর মুহাম্মদ, হাজী আব্দুল সাত্তার আজিজ, মো. দ্বীন ইসলাম, মো. ছেতু মিয়া, মো. ওবায়দুল্লাহ প্রমুখ। তারা বলেন, প্রাকৃতিকভাবে সৃষ্টি নাজিরদীঘির জলমহাল দখলের চেষ্টা করছে একটি চক্র। এ চক্রের সঙ্গে ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ একটি মহলের কিছু দুষ্কৃতকারী জড়িত রয়েছে। এই জলমহাল নাজিরদীঘি এলাকার শত বছরের ঐতিহ্য। নাজিরদীঘি শুধু একটি নাম নয়, একটি আবেগ। নাজিরদীঘির নামে একটি গ্রাম একটি মৌজার নাম হয়েছে। হঠাৎ করে মোশাররফ নামের এক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জলমহাল দখলের চেষ্টা করছে। আমরা তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
আব্দুল সাত্তার আজিজ বলেন, নাজিরদীঘি জলমহাল সরকারের কাছ থেকে সমিতির মাধ্যমে ১২ বছরের জন্য লিজ এনেছি। এটি সরকারি সম্পত্তি। মোশাররফ হোসেনের বাবা বেঁচে থাকতেও আমি এবং আমার বাবা-দাদারা শুনিনি এটি তাদের সম্পত্তি। মোশাররফের বাবা বেলায়েত হোসেনও কোনো দিন এটা দাবি করেনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। সম্পত্তির সকল কাগজপত্রই আছে। কাগজপত্র দেখে বিজ্ঞ আদালত আমার পক্ষে একাধিকবার রায় দিয়েছেন।