× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩২ ঘণ্টা পর জলকামানের মুখে সড়ক ছাড়ল শ্রমিকরা

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৭:২৫ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৭:৩৭ পিএম

৩২ ঘণ্টা পর জলকামানের মুখে সড়ক ছাড়ল শ্রমিকরা

তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানানা খুলে দেওয়াসহ বেশকিছু দাবিতে ৩২ ঘণ্ট ধরে মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। অবশেষে জলকামানের মুখে ১ মিনিটের মাথায় মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪টা ৪৫মিনিটে পুলিশের জলকামানের মুখে নবীনগর চন্দ্রা মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা। তবে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল সোমবার সকাল ৯টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, প্রায় তিন মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকপক্ষ একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কথামত কাজ করেনি তারা। এ ছাড়া কারখানার স্টাফদেরও বেতন দেয় না কর্তৃপক্ষ।  চার থেকে পাঁচ মাসের বকেয়া বেতন পাবেন স্টাফরা। তাই বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সোমবার সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে। আজ মঙ্গলবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়লে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে মহাসড়ক দুটিতে যান চলাচল শুরু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা