নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১২:৪১ পিএম
উদ্ধার মালামালসহ আটক দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত
চাঁদা না দেওয়ায় নেত্রকোণায় মেসার্স দিলীপ সরকার নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যবাহী একটি ট্রাকের মালামাল লুটের ঘটনায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় লুটকৃত মালামাল উদ্ধারসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের বড়বাজার অজহর রোড এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে নেত্রকোণা সদর সেনা ক্যাম্প এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন-নেত্রকোণা সদর উপজেলার নিউ টাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কীর ছেলে জুনু খান মিল্কী এবং একই উপজেলার বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরণ তালুকদার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী থেকে একটি ট্রাকে করে মেসার্স দিলীপ সরকার নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের গুড়, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন প্রকার মালামাল নেত্রকোণা সদরের বড়বাজার অজহর রোড এলাকায় নিয়ে আসার সময় কিছু স্থানীয় সন্ত্রাসী পণ্যবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপারের কাছে চাঁদা দাবি করে। চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে জিম্মি করে ট্রাকের মালামাল লুট করার চেষ্টা করে। এ বিষয়ে অভিযোগ পেয়ে নেত্রকোণা সদর সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই দুজনকে আটক করেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুট হওয়া মালামালসহ তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও আটক করা হয়।
পরে উদ্ধার করা মালামাল ও আটকদের নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া একই সময় সেনাবাহিনী অন্য একটি টহল টিম নেত্রকোণা সদর উপজেলার সুইপার কলোনী এলাকায় অবৈধ মাদকদ্রব্য ব্যবসার তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে ৩৫ লিটার বাংলা মদ (১৬টি বোতল) এবং মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত সাজু মিয়া ও আরতি বাসফোর নামে দুজনকে আটক করেছেন। অভিযানে জব্দকৃত মদ এবং আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।