× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে মেঘনায় ইলিশ শিকারে নেমে কারাগারে সাত জেলে

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১১:৩৯ এএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১২:০৬ পিএম

কারাদণ্ড দেওয়া সাত জেলে। প্রবা ফটো

কারাদণ্ড দেওয়া সাত জেলে। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারে নামায় সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ছয়জনকে ১২ দিনের ও একজনকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানের সময় জব্দ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম, সোহাগ হোসেন, রাসেল শিকদার, তারেক হোসেন, জয়নাল আবেদিন, মো. শাকিল হোসেন ও আবদুল বারেক। এর মধ্যে জহিরের বাড়ি বরিশাল এবং অন্যরা রায়পুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

উপজেলা মৎস্য বিভাগসূত্র জানান, সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রায়পুর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার মিটার জাল ও একটি মাছ শিকারি নৌকা জব্দ করা হয়।

জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত সাত জেলেকে মঙ্গলবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, মাছ শিকারের সময় সাত জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। নদীতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা