বেতাগী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ২২:২৪ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ২২:৪১ পিএম
বরগুনার বেতাগী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলের ভেতরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। বিষয়টি বিদ্যালয়সহ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত শনিবার উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্যবকুলতলী ফাতেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
রবিবার (২০ অক্টোবর) বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতি কম লক্ষ করা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তার টিউবওয়েলের পানি বোতলে ভরে দুপুরে উপজেলা শিক্ষা অফিসে যান। দায়িত্বরত শিক্ষা কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি ও পানি পরীক্ষা-নিরীক্ষার জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে পাঠান। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জনস্বাস্থ্য বিভাগে কিট না থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি। রাতে বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানা পুলিশ জানায়, সরেজমিন তদন্তের পর জড়িতদের শনাক্ত করা হবে।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের টিউবওয়েলে কে বা কারা কীটনাশক প্রয়োগ করেছে। বেতাগী ও বরগুনা সদরÑ এ দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটনার দিন সন্ধ্যায় সড়কের পাশে বসানো স্কুলের ওই টিউবওয়েলের পানি স্থানীয়রা পান করতে গিয়ে দুর্গন্ধযুক্ত সাদা ফেনা দেখতে পেয়ে শিক্ষকদের অবগত করেন। পরে টিউবওয়েলটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি বিদ্যালয়সহ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে।
প্রধান শিক্ষক রেহেনা আক্তার বলেন, সব শিক্ষার্থী ভয়ে আছে, সঙ্গে অভিভাবকরাও। না জানি কে কখন কোন বিপদে পড়ে যায়। তবে আমরা অনেকদিন ধরে লক্ষ করছি রাতে বিদ্যালয়ের বারান্দায় অবস্থান নেয় মাদকসেবীরা। তারা দীর্ঘ সময় অতিবাহিত করে এখানে, মূলত তারাই এ ঘটনাটি ঘটাতে পারে। পুলিশ প্রশাসন বিদ্যালয়ে এসে টিউবওয়েল থেকে পানি খাওয়া বন্ধ ঘোষণা এবং এটি ঘেরাও দিয়ে রেখেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান খাঁন বলেন, এ ঘটনায় কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমদ বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।