চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ২২:১৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ২২:১৭ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় ‘হোটেল গুলজার’ নামের একটি আবাসিক হোটেল রুম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে হোটেলের বাথরুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় পায়নি পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. সবেদ আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। নারীর পরিচয় জানতে কাজ চলছে।
চান্দগাঁও থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, শনিবার (১৯ অক্টোবর) স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজন গুলজার নামের একটি আবাসিক হোটেলের রুম ভাড়া নেন। এর পরের দিন কৌশলে কোনো এক সময়ে হয় তো স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তি পালিয়ে যান। যা সিসিটিভি ফুটেজ দেখলে জানা যাবে। পরে ওই রুম থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দিলে চান্দগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে বহদ্দারহাট মোড়ের গুলজার হোটেলের ওই রুমে ঢুকে দেখতে পান-বাথরুমে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ। তখন রুমে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন আসলে কি ঘটেছে।