× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যার দায়ে একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৯:৩৬ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ১৯:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২০ অক্টোবর) বিকালে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। এ ছাড়া ওই মামলার অপর ১২ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হাসিম উদ্দিন হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, একই গ্রামের মোবারক হোসেন ও মোশারফ হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন (এপিপি) শ্রী যজ্ঞেশ্বর রায় চৌধুরী বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, নিহত সুফিয়া খাতুনের স্বামী হেলাল উদ্দিনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৪ সালের (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে জমিতে কাজ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামলা চালান। খবর পেয়ে তার স্ত্রী সুফিয়া খাতুন স্বামীকে মারধরে বাধা দিতে যান। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করেন আসামিরা। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরের দিন হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় মামলা করেন। পরে ২০১৫ সালের (২০ আগস্ট) ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ সোলায়মান কবীর। দীর্ঘ শুনানি শেষে রবিবার (২০ অক্টোবর) বিকালে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা