× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৌর মেয়রের আপত্তিকর ভিডিও: বিব্রত আওয়ামী লীগ, মেয়রের অস্বীকার

ফরিদপুর সংবাদদাতা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৯:১৮ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ২০:০৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান সাইফারের আপত্তিকর ভিডিও ভাইরালের বিষয়টিকে বিব্রতকর বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তবে এ ঘটনাকে প্রতিপক্ষের চক্রান্ত বলছেন মেয়র নিজে।

সম্প্রতি এক নারীর সঙ্গে মেয়র সাইফারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওটিকে সুপার এডিট বলছেন সাইফুর রহমান সাইফার। এ ঘটনাকে চক্রান্ত দাবি করে তিনি বলেন, ‘সামনে আমার নির্বাচন। এ কারণে একটি মহল আমাকে সামাজের কাছে ছোট করার জন্য এই জঘন্যতম কাজটি করেছে।’

এ বিষয়ে থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান আহাদুল হাসান বলেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়রের এই ভিডিও দেখে মর্মাহত হয়েছি। এটি আওয়ামী লীগ ও জনগণের জন্য লজ্জা।’

ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে আলফাডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি অবশ্যই লজ্জার এবং বিব্রতকর। যেকোনো জনপ্রতিনিধির জন্য এটি অপমানের।’

 প্রসঙ্গে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের বলেন, ‘কারও সাথে সম্পর্ক থাকতেই পারে, সেটি অস্বাভাবিক নয়। কিন্তু ভিডিও ভাইরাল করা ঠিক হয়নি।’

বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ। বলেন, ‘এটা দলের জন্য বিব্রতকর, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ব্যক্তি অপরাধের দায় দল নেবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা