× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে বসতবাড়ির ২০টি কক্ষ পুড়ে ছাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২১:৪৩ পিএম

শ্রীপুরে বসতবাড়ির ২০টি কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ওইসব কক্ষের নগদ টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় ব্যবসায়ী কবির হোসেন সরকারের টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাক জানান, আমার ঘরে নগদ ৫০ হাজার টাকা ছিল। ওই টাকাসহ ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ আগুন লাগায় কিছুই রক্ষা করতে পারিনি।

রুবিনা আক্তার বলেন, আমাদের ঘরের সমস্ত কাপড়চোপড় এবং মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমারা একেবারেই নিঃস্ব হয়ে গেছি। 

বাড়ির মালিক কবির হোসেন সরকার বলেন, হঠাৎ ভোর ৪টার দিকে একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ২০টি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে ওইসব কক্ষে থাকা টিভি, ফ্রিজ, আলমারি, ওয়ারড্রব, লেপ-তোষক, খাট, স্বর্ণালংকার, হাঁড়িপাতিল এবং নগদ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবরে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বসতবাড়ির ২০টি কক্ষ পুড়ে যায়। ওইসব কক্ষে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকেরা পরিবারসহ বসবাস করত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা