ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৩১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৪৮ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি গরুর খামার থেকে পাহারাদারদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে, হাত-পা বেঁধে ৭টি গরু ডাকাতির অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বাঁকা পুলের পাশে ইটভাটার ভেতরের খামারে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) খামারি আক্তারুজ্জামান মিঠুর স্ত্রী বলাকা পারভীন ভেড়ামারা থানায় অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু তার ইটভাটার ভেতরে গরুর খামার দেন। খামারে বড় ৬টি গাভি ও ১টি ষাঁড় গরু ছিল। বুধবার রাতে ১০-১২ জনের ডাকাত দল খামারের দায়িত্বে থাকা পাহারাদার আব্দুল জলিল ও মোস্তফা হোসেনের হাত-পা, চোখ বেঁধে খামার থেকে ৭টি গরু ট্রাকে করে তুলে নিয়ে যায়।
পাহারাদার মোস্তফা হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে ইটভাটার ভেতরে খামারে গরু পালন ও দেখাশোনা করি। বুধবার রাতে খামারের গেট ভেঙে ১০-১২ জনের ডাকাত দল ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত-পা বেঁধে ফেলে এবং ৭টি গরু লুট করে নিয়ে যায়।’
বলাকা পারভীন বলেন, ‘পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি গরু ডাকাতি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।’ ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।