× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র ঠেকিয়ে ৭ গরু নিয়ে গেল ডাকাত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৩১ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৪৮ পিএম

অস্ত্র ঠেকিয়ে ৭ গরু নিয়ে গেল ডাকাত

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি গরুর খামার থেকে পাহারাদারদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে, হাত-পা বেঁধে ৭টি গরু ডাকাতির অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বাঁকা পুলের পাশে ইটভাটার ভেতরের খামারে এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) খামারি আক্তারুজ্জামান মিঠুর স্ত্রী বলাকা পারভীন ভেড়ামারা থানায় অভিযোগ করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু তার ইটভাটার ভেতরে গরুর খামার দেন। খামারে বড় ৬টি গাভি ও ১টি ষাঁড় গরু ছিল। বুধবার রাতে ১০-১২ জনের ডাকাত দল খামারের দায়িত্বে থাকা পাহারাদার আব্দুল জলিল ও মোস্তফা হোসেনের হাত-পা, চোখ বেঁধে খামার থেকে ৭টি গরু ট্রাকে করে তুলে নিয়ে যায়। 

পাহারাদার মোস্তফা হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে ইটভাটার ভেতরে খামারে গরু পালন ও দেখাশোনা করি। বুধবার রাতে খামারের গেট ভেঙে ১০-১২ জনের ডাকাত দল ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত-পা বেঁধে ফেলে এবং ৭টি গরু লুট করে নিয়ে যায়।’ 

বলাকা পারভীন বলেন, ‘পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি গরু ডাকাতি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।’ ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা