সাভার প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৪:২১ পিএম
সাভারে তৈরি পোশাক কারখানা গীলডেন বাংলাদেশ লিমিটেডের পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) সকাল ৯টা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ শুরু করে বিক্ষোভে নামেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকরা বলছেন, প্রতিষ্ঠানটি বিদেশি হলেও সুযোগ সুবিধা তেমন নেই। দেশি স্টাফদের কারণে সুযোগ সুবিধা থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন সুযোগ-সুবিধা দিলেও তা নামমাত্র। অথচ মালিকপক্ষ থেকে তার চেয়ে বেশি আদায় করে নেওয়া হয়। এছাড়াও বিজিএমইএ থেকে ঘোষিত হাজিরা বোনাস বৃদ্ধি করলেও এই কারখানার পরিচালক তা করেনি।
কারখানাটির শ্রমিক আতিক বলেন, ‘কারখানার পরিচালক তাইজুর ও তার সহযোগী আলম বিভিন্ন খাতের টাকা সরিয়ে বাড়ি-গাড়ি করে ফেলছে। তারা স্থানীয় ক্ষমতা দেখিয়ে চলে, তাই তাদের কিছু বললে মারধর করা হয়। আজকেও মানুষ ভাড়া করে আমাদের উপর হামলা চালিয়েছে। দুর্নীতিবাজ তাইজুলসহ সবাইকে পদত্যাগের দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শ্রমিক অভিযোগ করেন, ‘কিছুদিন আগেও আমাদেরকে কম্বল দিয়েছে, সেগুলো ফেব্রিক। কিন্তু মালিকের কাছ থেকে ১২ হাজার টাকা করে নিয়েছে। আবার পিকনিকের কথা বলে মালিক পক্ষের কাছ থেকে প্রতিজন ৩ হাজার টাকা করে টাকা নিয়েছে। অথচ আমাদেরকে নেয়নি। আমাদের পোশাক, জুতা এগুলোর কথা বলে মালিকের কাছ থেকে টাকা নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগে খাবারে দুই বেলা গরুর মাংস দিত, এখন দেয় একবেলা। এই দুর্নীতিবাজ ও তার সহযোগিরা আমাদের কথিত বলে টাকা নিয়েছে। অথচ বিদেশি কোম্পানি আমাদের সুযোগ সুবিধা দিলেও এই বাঙালি কয়েকজন আমাদেরকে দিতে দেয় না। আমাদের টাকা নিয়ে চারটা পাঁচটা করে বাড়ি করেছে। তারা এ টাকা কোথায় পেলাম আমাদের টাকা নিয়ে বাড়ি-গাড়ি করেছে। আমরা প্রতিবাদ জানাই। আজকে আমাদের উপর তাইজুল লোক ভাড়া করে হামলা চালিয়েছে। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘এই কারখানার কিছু দাবি নিয়ে রাস্তায় নেমেছে। তাদের বুঝানো হচ্ছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করা হচ্ছে।’