সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ২১:২৩ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ২১:৩১ পিএম
ফরিদপুরের সালথায় মেলার মধ্যে সঙ্গে থাকা তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাশেম বেপারি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ি মেলায় এ ঘটনা ঘটে। এ সময় মিলন নামে অপর এক যুবক আহত হন। নিহত কাশেম ওই ইউনিয়নের মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারির ছেলে। আহত মিলনও একই এলাকার মহিন উদ্দিনের ছেলে।
সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে কাশেম বেপারি ও মিলন জয়ঝাপের ইমামবাড়ি মেলা ও নৌকাবাইচ দেখতে যান। তাদের সঙ্গে দুই তরুণীও ছিলেন। মেলার ভেতরে কেনাকাটার সময় এক তরুণীকে উত্ত্যক্ত করতে থাকেন স্থানীয় জয়ঝাপ গ্রামের মুসা মোল্লার ছেলে বাহাদুর মোল্লা। প্রতিবাদ করলে বাহাদুর ক্ষিপ্ত তার দুই ভাইকে ডেকে আনে। পরে বাহাদুর ও তার ভাই তৈয়াব, সোহেলসহ কয়েকজন মিলে চাইনিজ কুড়াল দিয়ে দুজনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন। আহত মিলনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।