× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজনার তালে তালে চলে লাঠিখেলা

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ২১:০২ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ০৯:৫১ এএম

বাজনার তালে তালে চলে লাঠিখেলা

আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মাগুরার শ্রীপুরে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় লাঠিখেলা। সোমবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার ঘাসিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘এসো শান্তির পথে’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব হোসেন খান। সংগঠনের আহ্বায়ক সোহানুর রহমান, সদস্য সচিব বিপ্লবসহ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

শুরুতে ঢাকঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাতে উৎসাহ দেন শত শত দর্শক। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শক। 

এ ছাড়া সংগঠনটি ১৫টি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। নিয়মিত আয়োজনের জন্য পৃষ্ঠপোষকতার দাবি তাদের।

খেলায় বারইপাড়া গ্রামের মকবুল সর্দারের লাঠিয়াল দল, আমলসার গ্রামের ইমরান সর্দারের লাঠিয়াল দল, পূর্বশ্রীকোল গ্রামের নবাব সর্দারের দল, চরচৌগাছি গ্রামের বিল্লাল সর্দারের দল, দাইরপোল গ্রামের তহুর সর্দারের দল ও ঘাসিয়াড়া গ্রামের কায়েম সর্দারের দল অংশগ্রহণ করে। খেলায় ইমরান সর্দারের দল প্রথম, তহুর সর্দারের দল দ্বিতীয় ও মকবুল সর্দারের দল তৃতীয় হয়। সন্ধ্যায় অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা