সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৪৯ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৫৫ পিএম
সুনামগঞ্জে সাড়ে ৯ হাজার কেজি আপেল জব্দ করা হয়। প্রবা ফটো
সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে প্রায় সাড়ে ৯ হাজার কেজি আপেল জব্দ করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের একটি দোকান থেকে আপেলগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।
তিনি বলেন, ‘অবৈধ পথে ভারত থেকে আনা আপেল জব্দ করা হয়েছে। রবিবারও দুই ট্রাক আপেল জব্দ করেছি আমরা। সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। কোনোভাবেই চোরা কারবারিরা সুযোগ পাবে না। প্রয়োজনে টাস্কফোর্স অভিযান করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম ইয়াসির আরাফাত, বাগানবাড়ী বিওপির নায়েব সুবেদার মো. বিল্লাল হোসেন মজুমদার, দোয়ারাবাজার থানার এএসআই মো. রায়হানসহ মোট সতেরো জন সদস্য।