× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলমারী

হস্তান্তরের আগেই ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৪৬ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ২০:০৯ পিএম

ভাঙনের ঝুঁকিতে কুড়িগ্রামের চিলমারীর আশ্রয়ণ প্রকল্প। প্রবা ফটো

ভাঙনের ঝুঁকিতে কুড়িগ্রামের চিলমারীর আশ্রয়ণ প্রকল্প। প্রবা ফটো

কুড়িগ্রামের চিলমারীতে ১০০ পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পটি ভাঙন ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে ব্রহ্মপুত্রের গর্ভে একটি ব্যারাক অর্থাৎ পাঁচটি কক্ষ ভেঙে গেছে। এদিকে দায়িত্বশীল মাধ্যম বলছে, এখন পর্যন্ত আবাসন প্রকল্পটি হস্তান্তর করা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় তিন বছর আগে উপজেলার অষ্টমীরচরের ৯ নম্বর ওয়ার্ডের খোদ্দবাশপাতার এলাকার ১০০ পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছিল। প্রকল্পটি হস্তান্তর না হলেও সেখানে ৬০-৭০টি পরিবার বসবাস করছে। ব্রহ্মপুত্রের ভাঙন হুমকিতে আবাসনের একদিকের একটি ব্যারাকের ৫টি কক্ষ ভেঙে গেছে। ভাঙনরোধে এখনই ব্যবস্থা না নিলে পুরো প্রকল্পটিই ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে বিলীনের আশঙ্কা স্থানীয়দের।

স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা জানান, রাতে ২টি রুম নদীতে ভেঙে গেছে । আমি অনেক রাত পর্যন্ত সেখানে উপস্থিত থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। ক্ষতিগ্রস্ত মালামালগুলো সরিয়ে নিরাপদ স্থানে রেখেছি। আগেই বিষয়টি ইউএনও স্যারসহ সংশ্লিষ্টদের লিখিতভাবে জানানো হয়েছিল।

অষ্টমীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সোহরাব হোসেন জানান, বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। যেকোনো সময় আবাসনটি নদীতে ভেঙে যেতে পারে। আবাসনের ঘরগুলো হস্তান্তর করা হয়নি। এমনিতে স্থানীয় ৬০-৭০ পরিবার সেখানে রয়েছে। এর আগে কমিটি করে সুবিধাভোগীদের তালিকা করা হয়েছিল। কিন্তু অভ্যন্তরীণ ঝামেলার কারণে সেটা বাস্তবায়ন হয়নি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নঈম উদ্দীন জানান, ইউপি সদস্য ফোন করে বিষয়টি জানিয়েছেন। সেখানের গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে এবং সরিয়ে রেখেছেন। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আপাতত তাদের জিও ব্যাগ বরাদ্দ নেই। তারপরেও কথা বলে রেখেছি, জিও ব্যাগ বরাদ্দ যাতে পাওয়া যায়, সে ব্যাপারে আমাদের দিক থেকে চেষ্টা করে যাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা