গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৫:২৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৫:২৯ পিএম
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির। ছবি: সংগৃহীত
ধর্ষণের অভিযোগ উঠার পর অবশেষে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
রবিবার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এই সিদ্ধান্ত অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
জানা গেছে, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে প্রবাসীর মেয়েকে (২৭) বিয়ের প্রলোভনে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইমরান হোসেন শিশির কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে।
তবে ধর্ষণের অভিযোগে সংবাদ প্রকাশের পর গতকাল রবিবার (১৩ অক্টোবর) ওই নারী সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি দৈনিক পত্রিকার অনলাইন সংবাদে তাকে এবং গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশিরকে জড়িয়ে একটি মিথ্যা এবং বানোয়াট খবর প্রকাশ করেছে। মূলত শিশিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও কাপাসিয়া ডিগ্রি কলেজের ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি চক্র তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।’