× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে মিথ্যা মামলা প্রত্যাহার ও ভন্ডপীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাভার প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৪:২৩ পিএম

সাভারে মিথ্যা মামলা প্রত্যাহার ও ভন্ডপীরকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। প্রবা ফটো

সাভারে মিথ্যা মামলা প্রত্যাহার ও ভন্ডপীরকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। প্রবা ফটো

সাভারে ইসলাম বিরোধী কর্মকান্ড, সাধারণ মুসল্লিদের উপর আক্রমণ, মিথ্যা মামলা প্রত্যাহার ও ভন্ডপীর কাজী জাবের আল জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

সোমবার (১৪ অক্টোবর) সাভার উপজেলা প্রাঙ্গনে বনগাঁওয়ের চাকুলিয়া এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

এলাকাবাসী জানান, ভন্ডপীর কাজী জাবের আল জাহাঙ্গীরের বাবা আফসার উদ্দিন সেন্টু ২০০৮ সালে মারা যান। পূর্বে খ্রিষ্টান ধর্মের সঙ্গে সম্পৃক্ত থাকায় সেই বিধি অনুযায়ী দাফন করার চেষ্টা করে তার পরিবার। পরে এলাকাবাসীদের আপত্তিতে জানাজা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্ত ভন্ডপীর কাজী জাবের আল জাহাঙ্গীর আত্মীয়-স্বজন দেশের বাহিরে রয়েছে বলে জানাজা দেওয়ার জন্য সময় চেয়ে নেয়। রাতের আঁধারে নিজ বাড়ির মেঝেতে আফসার উদ্দিন সেন্টুকে দাফন করে তার পরিবার। পরবর্তীতে সেন্টুর কবরটিকে মাজারে রূপ দেন তারা। এছাড়াও কাজী জাবের আল জাহাঙ্গীর নিজেকে একজন খেলাফত প্রাপ্ত পীর হিসেবে আখ্যায়িত করেন। শুধু তাই নয় তাদের তত্ত্বাবধানে রেখে বিভিন্ন সময় ইসলামের অপব্যাখ্যা দিতে থাকেন। 

সাভার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইদুর রহমান বলেন, ‘এ গ্রামে ভন্ডপীর কাজী জাবের আল জাহাঙ্গীর বিভিন্ন সময় ইসলাম বিরোধী কর্মকান্ড করে আসছে। প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়েছে। অযথা হয়রানি করছে। তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘সারা রাত উচ্চস্বরে সাউন্ড দিয়ে গান চালায়। নামাজে ইসলামের নীতি না মেনে তাদের মনগড়া ফতোয়া দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। শুধু তাই নয় রাত হলে অসামাজিক কাজকর্ম ও মাদকের আস্তানা হিসেবে পরিচিত রয়েছে ওই বাড়িটি।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা