সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৪:১৩ পিএম
প্রতীকী ছবি
সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের উত্তর বলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর নাম তীর্থ মন্ডল। তিনি আশাশুনি সদর ইউনিয়নের উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরন মন্ডলের ছেলে।
পরিবার জানায়, তীর্থ মন্ডল পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।