× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপিডিএফ-পিসিজেএসএস বন্দুকযুদ্ধে নিহত এক

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ২২:৪৩ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ২২:৫৫ পিএম

ইউপিডিএফ-পিসিজেএসএস বন্দুকযুদ্ধে নিহত এক

খাগড়াছড়ি জেলার পানছড়িতে পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে বন্দুকযুদ্ধ চলাকালে পানছড়ি উপজেলার পুজগাঙ বাত্যাপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহতের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর মধ্যে রবিবার সকাল থেকে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি কোন পক্ষের তা নিশ্চিত হতে পারেনি। কোনো পক্ষ নিহতের কথা স্বীকার করেনি।

স্থানীয় পাহাড়িরা জানায়, পুজগাঙ বাত্যাপাড়া এলাকায় রবিবার সকাল থেকেই বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। থেমে থেমে দিনভর চলে দুই পক্ষের গুলি বিনিময়। 

তারা আরও জানায়, গত কয়েক দিন ধরে পানছড়ির সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা চলছে। এদিকে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধ সংঘটিত হওয়ার খবর আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে আবার এটিকে ‘ধর্মযুদ্ধ’ বলেও অ্যাখ্যা দিচ্ছেন। এ নিয়ে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আতঙ্ক ছড়িয়েছে। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে তাদের দিন-রাত। 

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, রবিবার সকাল থেকে দুইপক্ষের গোলাগুলির খবর পাচ্ছি। একজন নিহত হয়েছে এমন কিছু ছবি ও ভিডিও ক্লিপস পেয়েছি। তবে এলাকাটি অতি দুর্গম এবং অরক্ষিত হওয়ায় আইনশৃঙ্খলাবাহিনী সেখানে মুভমেন্ট করতে পারেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা