মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ২২:৪২ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ২২:৫৫ পিএম
দেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, পরাজিত শক্তির ষড়যন্ত্র এবারের দুর্গাপূজায় ব্যর্থ হয়েছে। সারা দেশে শান্তিপূর্ণভাবে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়া পূজামণ্ডপে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরদের অনেকে দেশের ভেতরে থেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দেশপ্রেমিক মানুষ পরাজিত স্বৈরাচারের সব ষড়যন্ত্র বানচাল করে দেওয়ায় সুষ্ঠু পরিবেশের শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে।’ সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেশপ্রেমের পরিচয় দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানান তিনি।
বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, মিঠুন রায় চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুবুদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীমসহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।