× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জের একরামপুর মোড়

তিন মিনিটের পথ যেতে ৩০ মিনিট

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৮:৪৭ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৮:৫৩ পিএম

 কিশোরগঞ্জ শহরে দুর্ভোগের নাম যানজট। শহরের একরামপুর মোড়ের এমন চিত্র দিনভরই থাকে। শনিবাবের তোলা। প্রবা ফটো

কিশোরগঞ্জ শহরে দুর্ভোগের নাম যানজট। শহরের একরামপুর মোড়ের এমন চিত্র দিনভরই থাকে। শনিবাবের তোলা। প্রবা ফটো

কিশোরগঞ্জ শহরে সম্প্রতি ট্রাক-ট্রাক্টর-ইজিবাইকের সংখ্যা বেড়ে যাওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। চরম দুর্ভোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ একরামপুর মোড় শহরবাসীর জন্য অসহনীয় হয়ে উঠেছে।

স্থানীয়রা জানায়, পুরান থানা ও নিউটাউন মোড় থেকে হেঁটে একরামপুর মোড় পার হতে তিন মিনিট সময় লাগে। কিন্তু যেকোনো যানে চড়ে এই পথ যেতে আধঘণ্টা সময় ব্যয় করতে হয়। ফলে লোকজন বাধ্য হয়ে যান ছেড়ে হেঁটে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু মোড় পার হয়ে বৃহত্তর হাওর এলাকায় যেতে যাত্রীসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

একরামপুর মোড় হয়ে হাওরের প্রবেশদ্বার চামড়াঘাট ও বালখলাঘাটে গিয়ে নৌকা বা ট্রলারে করে বিস্তীর্ণ হাওরে যেতে হয়। এক্ষেত্রে স্বাভাবিক চলাচলে একরামপুর মোড় প্রধান বাধা হিসেবে দেখা দেয়।

সরেজমিনে দেখা গেছে, চামড়াঘাট ও করিমগঞ্জ থেকে ঢাকাগামী বাস-ট্রাক, শত শত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা চারদিক থেকে একরামপুর এসে জটলার সৃষ্টি করে। এ ঘটনা সামাল দিতে ট্রাফিক পুলিশ চরম বিপাকে পড়ে। 

বিভিন্ন যানবাহন বেড়ে যাওয়ায় বেড়েছে যানজটের তীব্রতা। তাই মানুষ একরামপুর মোড় বাদ দিয়ে বিকল্প পথে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে তারা আরও বিপদে পড়ে। কারণ ভিন্ন পথ অপ্রশস্ত থাকায় তাদের যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। 

শহরের বয়লা এলাকার গৃহিণী সুলতানা রহমান বলেন, গত সপ্তাহে বাজার করতে রিকশায় গৌরাঙ্গবাজার যেতে হয়। একরামপুর মোড়ে এসে জটলায় পড়ে আসা-যাওয়ায় অর্ধদিন শেষ। তিনি দুঃখ করে বলেন, ‘এ সড়কে আর না। প্রয়োজনেও আর বের হব না।’

একরামপুর মোড়ের যানজট নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় আলোচনা হয়। কিন্তু বাস্তবে সমস্যা দূরীকরণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি ম ম জুয়েল বলেন, একরামপুর মোড়ের জটলায় পড়লে যানজট কাকে বলে তা বোঝা যায়। যাত্রীদের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়। অসহায় যাত্রী তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বর্তমানে নবাগত ডিসি ও এসপি যোগদান করেছেন। আশা করি তারা পৌরসভাকে নিয়ে কার্যকর ব্যবস্থা নেবেন। 

পৌরসভার প্রধান নির্বাহী হাসান জাকির বাপ্পি বলেন, একরামপুর মোড়ের যানজট সম্পর্কে সবাই অবগত। আইনশৃঙ্খলা কমিটির সভায় সবার সঙ্গে আলোচনা করে সমাধান খুঁজতে হবে।

কিশোরগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মনিরুজ্জামান বলেন, একরামপুরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া অবৈধ যানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতসহ ট্রাফিক আইনে প্রতিদিন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও যানজট কমছে না। পৌরসভাকে নিয়ে যৌথ উদ্যোগ, চালকদের সচেতন ও বড় বড় গাড়ি নিয়ন্ত্রণে এনে খুব কম সময়ের মধ্যে একটি সহনশীল পর্যায়ে আনার বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা