× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না : সেলিমুজ্জামান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৮:২৬ পিএম

হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না : সেলিমুজ্জামান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘বাংলাদেশ সম্প্রতির দেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন সহ্য করা হবে না।’

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাদুলিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনরা আপনারা কখনও নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের খোঁজ-খবর নিতে এসেছি। মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার-নির্যাতন করবে কখনই তা মনে করবেন না। এদেশে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ হয়ে, মিলেমিশে বসবাস করবে।’

সেলিমুজ্জামান অভিযোগ করে বলেন, ‘আমরা দীর্ঘ ১৮ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমরা স্বাধীনভাবে কথা বলতে ও মতপ্রকাশ করতে পারিনি। দীর্ঘদিনের একজন স্বৈরাশাসক এদেশ থেকে পালিয়ে গেছে। যে কারণে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে ও মত প্রকাশ করতে পারছি।’ 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সহ-সম্পাদক মাহমদুল হাসান বাপ্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিয়ার রহমান রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটো, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন অপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এরপর তিনি গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা