× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে বাড়িতে গেটের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

চরফ্যাসন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৮:২৩ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৮:৪৫ পিএম

সংঘর্ষে আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

সংঘর্ষে আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

ভোলার চরফ্যাশনে বিয়ে বাড়িতে গেটের টাকা কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। 

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কনের বাবা নুরে আলমের বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা বর মনির হোসেনসহ গুরুতর আহত ১৪ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন আগে ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। রবিবার দুপুরে ৪০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে যান বরপক্ষ। এ সময় বিয়ে বাড়ির গেটের টাকা কম দেওয়া নিয়ে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন জানান, ১৫ দিন আগে তার বিয়ে হয়। রবিবার স্ত্রীকে নিজ বাড়িতে আনতে তিনিসহ তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা শ্বশুর বাড়িতে যান। বাড়িতে ঢোকার পথে গেটে কনে পক্ষের লোকজন ফিতা ধরে ৫ হাজার টাকা দাবি করেন। তিনি ৩ হাজার টাকা পরিশোধ করলেও কনে পক্ষের লোকজন তাদের আটকিয়ে রাখেন। এনিয়ে তাদের সঙ্গে তর্ক হয়। এর জের ধরে কনের বাড়ির লোকজন তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। তিনি বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে হাত ভেঙে দেন। এতে তাদের পারিবারের প্রায় ২০ জন আহত হয়েছে।

কনের বাবা নুরে আলম জানান, বিয়ে বাড়িতে গেটে নতুন বরকে নিয়ে সবাই আনন্দ করছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ওঠেন বর পক্ষের লোকজন। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আমার পরিবারের ১০ সদস্য আহত হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হোসেন রাসেল জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা